স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে জেলা প্রশাসক কাপ ‘টি-২০’ ক্রিকেট স্কুল টুর্নামেন্ট উদ্ধোধন উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১১টায় জেলা স্টেডিয়ামের সামনে থেকে র্যালিটি বের হয়ে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পৌর মেয়র আয়ূব বখত জগলুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি খাইরুল হুদা চপল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইমদাদ রেজা চৌধুরী প্রমুখ।
র্যালি শেষে জেলা স্টেডিয়াম মাঠে বেলুন উড়িয়ে টি-২০ স্কুল ক্রিকেট টুর্নামেন্টর উদ্ধোধন করেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে এই টি- ২০ ক্রিকেট টুর্নামেন্ট।
খেলায় অংশ গ্রহণ করবে সারা জেলার মোট ১৬ টি টিম। এ খেলায় শুধু স্কুল পড়–য়া শিক্ষার্থীরা অংশ গ্রহণ করতে পারবে।
আজকের খেলায় মুখোমুখি হয় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় বনাম বিশ্বম্ভরপুর উচ্চ বিদ্যালয়।
এ টুর্নামেন্টে আর্থিক সহযোগিতা দিবে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ।
আয়োজকরা বলেন, এ টুর্নামেন্টের লক্ষ হল সুনামগঞ্জ জেলা থেকে ভাল মানের খেলুয়ার বের করে নিয়ে আসা। এ টুর্নামন্টে যারা ভাল খেলতে পারবে পরবর্তীতে তাদেরকে বিকেএসপিতে পাঠনোর ব্যবস্থা করা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে।