স্টাফ রিপোর্টার::
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, এদেশের উন্নয়নে সবচেয়ে বড় অবদান রাখছে এ দেশের কৃষক, শ্রমিক ও মজুররা। তারাই দেশের প্রকৃত মানুষ। দেশের উন্নয়নে ভূমিকা রাখা এসব মানুষের জন্যই আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ, রাস্তাঘাট, সেতু, কালভার্ট, কমিউনিটি ক্লিনিক, বিদ্যালয়সহ অবকাঠামো উন্নয়ন করছে। সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে মহাপরিকল্পনা নিয়েছে।
প্রতিমন্ত্রী দেশবিরোধী শক্তি ও অগণতান্ত্রিক রাজনৈতিক দল গুলোর দিকে ইঙ্গিত করে বলেন, অবৈধ ভাবে আর কেউ ক্ষমতায় যেতে পারবে না। অতীতে যারা বাংলাদেশে এ ভাবে ক্ষমতায় গেছে তারা দেশের সম্পদ লুট করে খেয়েছে। বতর্মান সরকার দেশের এবং দেশের মানুষের কল্যাণে কাজ করছে বলেই দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, সকল বৈষম্য ও অন্যায়, অসাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। অদম্য বাঙালি জাতিকে আর দমিয়ে রাখা যাবেনা। বাংলাদেশ এখন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাড়াচ্ছে।
রবিবার দুপুর ১২টায় মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত বিদ্যুৎ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
জয়কলস ইউনিয়ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাসুদ মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো.সোহেল পারভেজ, দক্ষিণ সুনামগঞ্জ বিদ্যুৎতের পরিচালক মো.ফরিদুর রহমান, যুবলীগ নেতা অ্যাড. বোরহান উদ্দিন দোলন।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মির্জাপুর,মানিকপুর, ফতেপুর ও হাসনাবাজ নতুনপাড়া গ্রামে ২ কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎ লাইন পল্লী বিদ্যুৎতের লাইন স্থাপন করেন মন্ত্রী। প্রতিমন্ত্রী এমএ মান্নানের কল্যাণে বিদ্যুৎ পাওয়ায় তার প্রতি কৃতজ্ঞতা জানান এলাকাবাসী।