স্টাফ রিপোর্টার::
করোনা ভাইরাস মোকাবেলায় সাংবাদিকদের সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে। সুনামগঞ্জের দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি জিয়াউল হক জেলায় কর্মরত ৩০ জন টিভি সাংবাদিকদের মাঝে সুরক্ষা সামগ্রী পিপিই বিতরন করেন। রোবাবার বেলা ১টায় দৈনিক সুনামকণ্ঠ মিলনায়তনে সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেনরায়, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটের সভাপতি লতিফুর রহমান রাজু, পৌর কলেজ অধ্যক্ষ শেরগুল আহমদ।
বক্তারা বলেন ডাক্তার, আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছেন সাংবাদিকরা। তাই সাংবাদিকদেরও সুরক্ষা সামগ্রী অত্যন্ত জরুরী।