রনেন্দ্র তালুকদার পিংকু::
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন তামিনা ইসলাম খান নামের এক বাংলাদেশি শিক্ষার্থী। তাঁর বয়স ৩০ বছর। তিনি নিউইয়র্কের কুইন্সের স্থানীয় একটি হাসপাতালে রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোক স্তব্দ হয়েছেন স্বজনরা।
তামিমার বাবা তাজুল ইসলাম খান ও মা নাসিমা আখতারের একমাত্র সন্তান ছিলেন তিননি। তাঁরা জ্যামাইকাতে বসবাস করেন। তাঁদের দেশের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর সদরে গ্রামে।
(সৌজন্যে: আওয়াজ বিডি)।