স্টাফ রিপোর্টার::
করোনা ভাইরাসের কারণে গণপরিবহন বন্ধ থাকায় বিপাকে পড়া ৫০০ জন মাইক্রো চালককে ২৫০০ টাকা করে দিয়েছে সুনামগঞ্জ মাইক্রোবাস রোড উপ-কমিটি নামের পরিবহন শ্রমিক সংগঠন।
সোমবার বেলা ১১ টায় সংগঠনের সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশন অফিস প্রাঙ্গণে সামাজিক দুরত্ব বজায় রেখে এই অর্থ সহায়তা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ মাইক্রবাস রোড উপ কমিটির সভাপতি আবাবিল নুর, সাধারণ সম্পাদক সুজাউল কবির প্রমুখ।
অর্থ বিতরণের সময় সুনামগঞ্জ মাইক্রবাস রোড উপ কমিটির সভাপতি আবাবিল নুর বলেন, করোনা ভাইরাসের কারণে অনেক চালক কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছেন, এজন্য আমরা পাচঁশ জন শ্রমিককে আর্থিক সহায়তা দিয়ে সহায়তা করেছি। এই সহায়তা অব্যাহত থাকবে।