বিশেষ প্রতিনিধি
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশ মেনে ঘরে থাকা শ্রমজীবী মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিল সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ। সোমবার গভীর রাত পর্যন্ত জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে’র নেতৃত্বে এই সহায়তা কার্যক্রম চালায় ছাত্রলীগ।
শহরের পূর্ব, পশ্চিম, উত্তর-দক্ষিণ নতুনপাড়া, শান্তিবাগ, বাঁধনপাড়া ও হাজীপাড়া শহরতলির বিভিন্ন এলাকার ৪০০ শ্রমজীবী মানুষদের এই খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়। মঙ্গলবার রাতেও সংগঠনের পক্ষ থেকে এই কার্যক্রম চালানো হবে।
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে জানান, দুর্যোগে ক্রান্তিকালে মানুষের পাশে থাকবে ছাত্রলীগ। ছাত্রলীগের নেতা কর্মীদের বলা হয়েছে সামাজিক দুরত্ব মেনে শ্রমজীবী মানুষদের বাড়ি বাড়ি সুশৃঙ্খলভাবে খাদ্য সহায়তা পৌঁছে দেবার জন্য। এই কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানান দীপঙ্কর।