হাওর ডেস্ক ::
বৃদ্ধরা সবচেয়ে বেশি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ও মৃত্যুর ঝুঁকিতে- এমনটাই জানাচ্ছিলেন চিকিৎসা বিজ্ঞানীরা। তবে পরিসংখ্যান ঘেঁটে জানা যায়, বাংলাদেশে বয়স্কদের পাশাপাশি শিশু, কিশোর ও যুবকরাও সমান তালে এ ভাইরাসে আক্রান্ত হচ্ছে। গতকাল মঙ্গলবার দুপুরে করোনা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়, ২৪ ঘণ্টায় আরও ৪১ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। আর মারা গেছেন পাঁচজন। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যাটি ১৭ জনে গিয়ে দাঁড়িয়েছে।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘২৪ ঘণ্টায় ৭৯২টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা হয়েছে। নতুন করে শনাক্তকৃত ৪১ জনের মধ্যে ২৮ জন পুরুষ ও ১৩ জন নারী। গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর এটাই সর্বোচ্চ। সব মিলিয়ে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা ১৬৪ জন।’
তিনি বলেন, ‘নতুন শনাক্তদের মধ্যে ঢাকায় ২০ এবং নারায়ণগঞ্জ জেলার ১৫ জন রয়েছেন। ঢাকার বাইরে নারায়ণগঞ্জকে আমরা ক্লাস্টার হিসেবে চিহ্নিত করেছি। সেখানে আমাদের কার্যক্রম জোরদার করা হয়েছে। এ ছাড়া কুমিল্লা, কেরানীগঞ্জ ও চট্টগ্রামের একজন করে নতুন রোগী শনাক্ত হয়েছেন। বাকি তিনজন অন্যান্য এলাকার। আক্রান্তদের মধ্যে একজনের বয়স ১০ বছরের নিচে, চারজনের ১১-২০, ১০ জনের ২১-৩০, পাঁচজনের ৩১-৪০, নয়জনের ৪১-৫০, সাতজনের ৫০-৬০ ও পাঁচজনের ৬০ বছরের বেশি।’ এ তথ্য থেকে জানা যায়, একদিনে আক্রান্ত রোগীর ৭১ শতাংশই শিশু, কিশোর ও যুবক (মোট ২৯ জন)।
ডা. মীরজাদী সেব্রিনা বলেন, ‘নতুন মৃত্যু হওয়া পাঁচজনের মধ্যে পুরুষ চার ও নারী একজন। মৃতদের দুজনের বয়স ৬০ বছরের বেশি, দুজনের ৫০-৬০ এবং একজনের ৪১-৫০ বছর। এদের মধ্যে দুজন ঢাকার ও তিনজন বিভিন্ন জেলার।’