স্টাফ রিপোর্টার::
‘বাংলাদেশ প্রগতি লেখক সংঘ’ সুনামগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে জামাইপাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রগতি লেখক সংঘের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।
নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে রমেন্দ্র কুমার দে মিন্টু ও নির্মল ভট্টাচার্য্য। কমিটির সহ সভাপতি মনোনীত হয়েছে কবি ও গবেষক ইকবাল কাগজী, চিত্তরঞ্জন তালুকদার, কুমার সৌরভ ও অ্যাডভোকেট সালেহ আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন কবি জয়ন্ত কুমার পাল ও অনুপ নারায়ন তালুকদার। কমিটির কোষাধ্যক্ষ হয়েছেন কবি ও সংস্কৃতিকর্মী মানবেন্দ্র কর। নবগঠিত কমিটির সম্পাদক ম-লী মনোনীত হয়েছেন অ্যাডভোকেট এনাম আহমেদ, জাহাঙ্গীর আলম ও শামস শামীম।
কমিটির সদস্যবৃন্দ হলেন, বিজনসেন রায়, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সঞ্চিতা চৌধুরী, কল্লোল তালুকদার চপল, এনামুল কবির, আলাউর রহমান ও মোবারক হোসেন রুবেল।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রগতিলেখক সংঘের সহ সাধারণ সম্পাদক জ্যোতিষ মজুমদার ও অর্থ সম্পাদক সুব্রত দাশ।
প্রগতিলেখক সংঘের নেতৃবৃন্দ পাঠ্যবইয়ে বিকৃতি ও বিভ্রান্তিতে উদ্বেগ প্রকাশ করে দ্রুত সংশোধনের দাবি জানান। বক্তারা বলেন, আমাদের পাঠ্যবইয়ে এখন প্রগতি ও বিজ্ঞানবিরোধীদের চিন্তা-চেতনা বাস্তবায়িত হচ্ছে। এটা একটি বিজ্ঞান মনষ্ক উন্নত জাতি গঠনের অন্তরায়। বক্তারা গতকাল বৃহষ্পতিবার রাতে জেলা আইনজীবী সমিতি কর্তৃক অনুষ্ঠিত নৈশভোজ অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করে বিভ্রান্তিকর বক্তব্য রাখায় দুঃখপ্রকাশ করেন। উল্লেখ্য পুলিশ সুপার তার বক্তব্যে ধর্মশিক্ষাকে অফসনাল করায় জঙ্গিবাদ ও নাস্তিক্যবাদ মাথাচাড়া দিয়েছে বলে মন্তব্য করেন। উল্লেখ্য বাংলাদেশের পাঠ্যসূচিতে তৃতীয় শ্রেণি থেকে দশ শ্রেণি পর্যন্ত ধর্মশিক্ষা বাধ্যতামূলক রয়েছে।