ছাতক প্রতিনিধি::
ছাতকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১১ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহত ৩জনকে সিলেট উসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের খুরমা গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের মৃত সমাই মিয়ার পুত্র সাইম আলী ও তার চাচাতো ভাই আরশ আলীর পুত্র মিনার হোসেনের সাথে জায়গা মাপা নিয়ে কথা -কাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জরিয়ে পড়ে। এসময় দেশীয় অস্ত্রের আঘাতে উভয়পক্ষের অতন্ত ১১জন আহত হয়। আহতদের মধ্যে রইছ আলী (৩৫), মাফিজ আলী (৩৮) ও রফিক আলী (৩০)কে সিলেট উসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরশ আলী (৬০), ছোরাব আলী(৪৫), মিনার হোসেন, (২৮), সাহেদ মিয়া, (৪২), রুপন মিয়া, (৩৫) ফারুক আলী, (৩৪) সহ বাকি আহতদের স্থানীয় কৈতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
এ বাপ্যারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।