বিশেষ প্রতিনিধি::
করোনা ভাইরাসে প্রথম নারী আক্রান্ত হয়েছেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের চন্ডীপুর গ্রারে। আক্রান্ত হওয়ায় ওই গ্রামকে প্রশাসন লকডাউন ঘোষণা করেন। ঘোষণা পর থেকে ওই এলাকার মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। এ দুঃসময়ে গ্রামের মানুষের পাশে দাড়িয়েছেন সৌদিআরব প্রবাসী ও বিশিষ্ট ব্যাবসায়ী সৌদিআরব জেদ্দা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ছমির উদ্দিন। তিনি করোনা আক্রান্ত নারীর পরিবারসহ আশপাশের ১২ পরিবারকে ১০ দিনের খাদ্য সামগ্রী দিয়েছেন।
মঙ্গলবার দুপুরে তাদের বাড়ীতে এই খাদ্য সামগ্রী দেওয়া হয়।
খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে দেন, সৌদিআরব প্রবাসী ও বিশিষ্ট ব্যাবসায়ী সৌদিআরব জেদ্দা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ছমির উদ্দিনের ছোট ভাই বি.বি ইয়ং ফাউন্ডেশনের সভাপতি বোরহান উদ্দিন।
এসময় তাদেরকে চাল, ডাল, তৈল, পেয়াজ, আলুসহ ১০দিনের নিত্যা প্রয়োজনীয় পণ্য।