1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জামালগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা সিলেটে শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে অপসারণের দাবিতে গণস্বাক্ষর কার্যক্রম ২৫০ শয্যা হাসপাতালে সেবার মান বাড়ানোর দাবিতে মতবিনিময় সুনামগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ বন্যার্তদের সহায়তায় সুনামগঞ্জে শিল্পকলা একাডেমির ব্যতিক্রমী ছবি আঁকার কর্মসূচি জগন্নাথপুরে শিক্ষিকা লাঞ্চিত: দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেশের গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সকল কালাকানুন বাতিলের দাবি সাবেক ছাত্রলীগ নেতা পান্নার মরদেহ হস্থান্তর করলো মেঘালয় পুলিশ কাদের সিদ্দিকী বললেন: বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয় বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ২০ লাখ শিশু ঝুঁকিতে : ইউনিসেফ

করোনা: হাওরের ধান তোলা নতুন চ্যালেঞ্জ।। অসীম সরকার

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ এপ্রিল, ২০২০, ১১.৫৬ এএম
  • ২৫৫ বার পড়া হয়েছে

বিশ্বব্যাপী করোনা ভ্রমণ করছে৷ সে জাতি ধর্ম বর্ণ ধনী গরীব ছোট বড় বুঝে না৷ যাকে তাকে আক্রান্ত করছে৷ বাংলাদেশেও সে হানা দিয়েছে৷ বাংলাদেশের হাওরেও যে হানা দিবে না তার গ্যারেন্টি নাই৷ এদিকে হাওরের বোরোধান সোনালী আকার ধারণ করেছে৷ সে শুধু গোলায় উঠার অপেক্ষা করছে৷ কিন্তু এখন হাওরবাসী উভয় সংকটে৷ বিভিন্ন দিকে লক ডাউন আর হোম কোয়ারেনটাইন৷ সরকার একদিকে বলছে ঘরে থাকুন লকডাউন আবার বলছে ধান কাটার শ্রমিক চলাচল করতে পারবে৷ বিষয়টা কেমন হয়ে যাচ্ছে না৷
কিন্তু যে হাওর সারা দেশের খাদ্যের যোগান দেয় সেই হাওরগুলোর ধান কাটতেই হবে৷ কারন:
১.ধান কাটতে না দিলে কৃষকের উৎপাদিত ধানের বাজার মূল্যের সম পরিমাণ অর্থ প্রনোদনা দিতে হবে ৷ তবে অর্থ দিতে হবে কৃষকের মোবাইল নম্বরে৷ লক ডাউন /ঘরে থাকা কেন কৃষকের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না৷ ধান কাটার বেপারী বা শ্রমিক যদি বিভিন্ন শহর/ গ্রাম থেকে আসে তাহলে হাওরের গ্রামগুলো করোনা ঝুঁকিতে পড়বে৷
২.
আমরাজানি সরকার ধান কাটা নিষেধ করতে পারবে না কারণ বোরো ফসল ঘরে না উঠলে খাদ্য যোগান দিতে অসম্ভব হয়ে পড়বে৷ কৃষককে এত প্রনোদনা যেহেতু দিতে পারবো না তাই অন্ততপক্ষে নিচের কয়েকটি বিষয় আমাদের মাথায় রাখা উচিত৷ যথা:
ক)কৃষক/ধান কাটার শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে৷
খ)তাদেরকে হাওরে নিরাপদ দূরত্বে থাকার জন্য তাবুর ব্যাবস্থা করতে হবে৷
গ)ধান কাটার যন্ত্রপাতির ব্যাবস্থা করতে হবে৷
ঘ)বিশুদ্ধ পানির জন্য হাওরে গভীর নলকূপের ব্যাবস্থা করতে হবে৷
ঙ)ত্রাণ চেয়ারম্যান/মেম্বারের হাতে না দিয়ে সরাসরি কৃষকের হাতে ত্রাণের সমপরিমাণ টাকা পৌঁছে দিতে হবে৷
চ)কৃষকের ধান সরকার যেন কৃষকের নিকট থেকে নির্ধারিত মূল্যে কেনেন তা নিশ্চিত করতে হবে৷
ছ)কৃষককে তো ১০ টাকা দিয়ে ব্যাংক একাউন্ট খুলে দেয়া হয়েছিল এটাতেও তো ভর্তুকির টাকা পাঠানো যেতে পারে৷
জ) কৃষকের চালের অভাব নেই৷ তাদেরকে টাকা ঋণ দিন৷ ধান কাটতে কাজে লাগবে৷ কারণ এখন ভাগালোরা (ধান কাটার শ্রমিক) ভাগে ধান কাটে না৷
ঞ)ধান কাটার শ্রমিকদেরর জন্য সাবান,মাস্ক,গ্লাফস,জীবাণুনাশক ঔষধ সরবরাহ করতে হবে৷
# হাওরের মানুষ শত লক ডাউনের মধ্যেও করোনা ঝুঁকিতে পড়ার আশংকাই দেখছি৷ সারাবিশ্ব সুস্থ থাকুক, বাংলাদেশ সুস্থ থাকুক৷ভালো থাকবেন নার্স,ডাক্তার, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, ব্যাংকার,সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ প্রমুখরা যারা সেবা দিচ্ছেন৷ আর যারা সব সাধকের বড় সাধক ক্ষুধার অন্ন যোগান নিজের ধান নিজেই ঘরে তুলুন৷ ভালো থাকুন

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!