হাওর ডেস্ক ::
সারা বিশ্ব জুড়ে চলছে করোনা আতঙ্ক। এরই মধ্যে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় এ বিষয় নিশ্চিত করেছে।
করোনাভাইরাসে এখন পর্যন্ত ১৮৫ টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। ওয়াল্ড ও মিটারের দেওয়া তথ্য মতে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ২২ লাখ ২৪ হাজার ৪২৬। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৫৩ হাজার ১৭৭ জন। ১১ জানুয়ারি করোনা আক্রান্ত হয়ে চীনের প্রথম ব্যাক্তির মৃত্যু হয়।এরপর এ সংখ্যা ৫০ হাজার হতে সময় লেগেছে ৮৩ দিন। এর পরের ৫০ হাজার মৃত্যু হয়েছে মাত্র ৮ দিনে। মাত্র ১৫ দিনে ১ লাখ মানুষের মৃত্যু হয়েছে।
এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় ৭ লাখ মানুষ, মৃত্যুর সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে শুরু নিউইয়র্কেই মারা গেছেন ১৭ হাজারের বেশি। এছাড়া ইতালি, স্পেন, ফ্রান্স, যুক্তরাজ্য,ইরান, চীন, জার্মানীতে করোনা ব্যাপক ভাবে আাঘাত হেনেছে।