দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাই উপজেলার উদগল হাওরে বজ্রপাতে ধান কাটা শ্রমিক তাপস মিয়া (৩৪) মারা গেছেন। তিনি আমজিমিরিগঞ্জের জলসুখা গ্রামের মফিজ আলী ছেলে। শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার উদগল হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দিরােই থানার ওসি কে এম নজরুল ইসলাম।
উল্লেখ্য এ নিয়ে আজ শনিবার একই সময়ে দিরাই, শাল্লা ও জগন্নাথপুরে তিন কৃষক বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা গেছেন।