হাওর ডেস্ক ::
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস (কভিড-১৯) নতুন করে শনাক্ত হয়েছেন ৩০৬ জন, ফলে বাংলাদেশে করোনা শনাক্ত দুই হাজার ছাড়াল। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৪৪ জনে।
আজ শনিবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বুলেটিনে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এতে আরও ছিলেন এমআইএস পরিচালক ডা. হাবিবুর রহমান খান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৮৪ জনের।
এছাড়া গত ২৪ ঘণ্টায় আটজন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পর দেশে মোট সুস্থ হয়েছেন ৬৬ জন।