হাওর ডেস্ক ::
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের প্রায় ৩০ শতাংশেরই মার্চে অনুষ্ঠিত দিল্লির নিজামুদ্দিনের তাবলিগ জামাতের সঙ্গে সংযোগ রয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল শনিবার এমন খবর প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব লাভ আগরওয়াল বলেন, ‘দেশের মোট করোনা আক্রান্ত ১৪ হাজার ৩৭৮ জনের মধ্যে ৪ হাজার ২৯১ জন বা ২৯.৮ শতাংশ রোগীরই তাবলীগ জামাতের সঙ্গে সংযোগ রয়েছে।’
গত মার্চে দিল্লির নিজামুদ্দিনের সেই জমায়েতের পর থেকে ভারতে লাফিয়ে লাফিয়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে। একাধিক রাজ্যে সংক্রমিতের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে তাবলিগ জামাতের প্রত্যক্ষ সম্পর্ক মিলেছে।
যুগ্ম-সচিব আগরওয়াল জানান, করোনাভাইরাসে ঝুঁকিপুর্ণ রাজ্যগুলোতে তাবলীগের সঙ্গে সম্পর্কিত মানুষের আক্রান্তের হার বেশি। যেমন, তামিলনাড়ু (৮৪ শতাংশ), তেলেঙ্গানা (৭৯ শতাংশ), দিল্লি (৬৩ শতাংশ), উত্তরপ্রদেশে (৫৯ শতাংশ) এবং অন্ধ্র প্রদেশ (৬১ শতাংশ)।
যে রাজ্যগুলিতে করোনার প্রভাব কম, সেখানেও তাবলীগ জামাত যোগে সংক্রমণের খবর মিলেছে। এর মধ্যে আসামের ৩৫ জনের মধ্যে ৩২ জনের ক্ষেত্রে এই অনুষ্ঠানের যোগ রয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ১২ জনের মধ্যে ১০ জন করোনা আক্রান্তের এই জমায়েতের সঙ্গে সম্পর্ক রয়েছে।
এমনকি শনিবার ভারতের উত্তরাখণ্ডে ৯ মাসের শিশুও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তার বাবা দিল্লির ওই জমায়েতে যোগ দিয়েছিলেন।