স্টাফ রিপোর্টার::
আবহাওয়া ও বন্যা পূর্বাভাস কেন্দ্র আগামী দুই সপ্তাহের মধ্যেই বন্যার আশঙ্কার কথা জানিয়েছে। এই অবস্থায় খাদ্য ভা-ার সুনামগঞ্জের হাওরের বোরো ফসল ঝূকিতে পড়েছে। সব হাওরের ফসলই প্রায় পেকে গেছে। কিন্তু শ্রমিক সংকট দেখা দিয়েছে। তাছাড়া করোনা ভাইরাস সংক্রমণের ভয়েও শ্রমিকরা ক্ষেতে নামতে চাচ্ছেনা। এই অবস্থায় হাওরে ধান কাটার জন্য সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সকল সাংগঠনিক ইউনিটের নেতৃবৃন্দকে হাওরের কৃষকের পাশে দাড়ানোর আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে কৃষকের পাশে দাড়িয়ে হাওরে ধান কাটার জন্য নেতৃবৃন্দকে আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু।
সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি একাধিক ভিডিও কনফারেন্সে খাদ্যভা-ার হাওরের ফসল রক্ষায় প্রশাসন, নেতাকর্মীদের নিদেশ দিয়েছেন। দেশের খাদ্য ঘাটতি দূরীকরণ এবং আসন্ন খাদ্যসংকট থেকে উত্তরণে হাওরের বোরো ফসলরক্ষার চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে হাওরের ধান কাটার জন্য নেতাকর্মীদের দাড়ানোর আহ্বান জানিয়েছি। পাশাপাশি অন্যান্য শ্রমজীবী ও পেশাজীবীদেরও হাওরের পাশে দাড়ানোর অনুরোধ জানাচ্ছি।