হবিগঞ্জে একদিনে ১০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আজ সোমবার (২০ এপ্রিল) সিলেট ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত বিশেষায়িত ল্যাবে তাদের করোনা পজিটিভ ধরা পড়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. একেএম মুস্তাফিজুর রহমান। তবে তাদের করোনা সংশ্লিষ্টতা সম্পর্কে তাৎক্ষনিক কিছু জানাতে পারেন নি।
এদিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাব সংশ্লিষ্ট একটি সূত্র জানায়- সোমবার ওসমানীর মেডিকেল কলেজের ল্যাবে ৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭৮ জনের রিপোর্ট নেগেটিভ আসে এবং ১০ জনের রিপোর্ট পজিটিভ আসে। যাদের সবার বাড়ি হবিগঞ্জ। এ নিয়ে হবিগঞ্জে মোট ১১ জনের করোনা শনাক্ত হলো।
তিনি জানান- হবিগঞ্জের এই ১০ জনের মধ্যে লাখাইয়ের ৩ জন (২ পুরুষ, ১ নারী), বাহুবলের ১ জন (পুরুষ), আজমীরিগঞ্জের ২ জন (১ নারী, এক পুরুষ), বানিয়াচংয়ের ৩ জন (পুরুষ) ও চুনারুঘাটের ১ জন (পুরুষ) রয়েছেন।
এর আগে গত ৯ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে হবিগঞ্জে ফেরত আসা এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া যায়। এর আগের দিন রাতে নারায়ণগঞ্জ থেকে হবিগঞ্জে আসার পথে চেকপোস্ট থেকে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে আসে। পরে তার নমুনা ঢাকায় আইইডিসিআর-এ পাঠালে রিপোর্ট পজিটিভ আসে।
অন্যদিকে সব মিলিয়ে এপর্যন্ত সিলেট বিভাগে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ১৮ জনের। এর মধ্যে সিলেট জেলার প্রথম করোনা আক্রান্ত ডা. মঈন উদ্দিন গত ১৫ এপ্রিল মারা গেছেন। ওইদিন সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরে সন্ধ্যা পৌনে ৭ টার দিকে গ্রামের বাড়ি ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নাদামপুর গ্রামে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে সমাধিস্থ করা হয়।
(source: sylhetvoice)