ছাতক প্রতিনিধিঃ
আবহাওয়া বার্তা মতে দেখা দিয়েছে আগাম বন্যার আশঙ্কা। এজন্যে ছাতকে দ্রুত ধান কাটা নিশ্চিত করতে ছাত্র, বেকার যুবক ও পরিবহন শ্রমিকদের নানাভাবে অনু প্রেরণা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। হাওরে যারা ধান কাটতে যাবেন তাদেরকে সরকারিভাবে ত্রাণ অথবা নগদ টাকা সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির। সোমবার ছাতক উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষি অফিসার এবং উপ সহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে জরুরি সভায় এ স্বিদ্ধান্ত নেওয়া হয়।সভায় আগাম বন্যার সম্ভাবনা থাকায় ছাতক উপজেলার সকল কৃষকগনকে দ্রুত ধান কাটার জন্য অনুরোধ করা হয়। ৭০%পাকা ধান থাকলে দ্রুত কাটার জন্য অনুরোধ করা হয়। নিজ ইউনিয়নে ধান কাটা না থাকলে বা শেষ হয়ে থাকলে পার্শবর্তী ইউনিয়নে গিয়ে ধান কাটার জন্য অনুরোধ করা হয়।