তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের দেড় শতাধিক পরিবার ও ২২ জনের ধান কর্তনকারী একটি শ্রমিক দলকে খাদ্য সহায়তা দিয়েছে উপজেলা খেলাঘর আসর।
সোমবার রাত ১০টার দিকে প্রতিটি পরিবারকে মাথা পিছু ৭ কেজি চাল ও একটি কাপড় কাঁচা সাবান দেওয়া হয়েছে। উপজেলা খেলাঘর আসর সংগঠনের শুভাকাক্সখী ও কর্মীদের কাছ থেকে পাওয়া অর্থ থেকে এ খাদ্য সহায়তা চালানো হয়েছে।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পলি রায় বলেন, একটি শিশু সংগঠনের পক্ষ থেকে এভাবে বাড়ি বাড়ি এসে খাদ্য সহায়তা সত্যিই আমাকে অভিভুত করেছে।
ধান কর্তনকারী শ্রমিকদলের সর্দার আব্দুর রহমান (৫৫) বলেন, আমরা এখানে অস্থায়ী ঘর করে থাকি। আর দিনের বেলায় হাওরে কৃষকের জমির ধান কাটি। এই উপহারে আমরা অনেক খুশি।