দিরাই প্রতিনিধি ঃ
সুনামগঞ্জের দিরাইয়ে হোম কোয়ারান্টাইন না মানায় সদ্য ঢাকা ফেরত একটি পরিবারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার উপজেলার সরমঙ্গল ইউনিয়নের কল্যানি গ্রামের নিরঞ্জন দাসের পুত্র নেহার দাস ও তার পরিবারকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইন যথাযথভাবে পালনের শর্তে ৫ শ টাকা জরিমানা করে আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ। এসময় থানার ওসি কেএম নজরুল, ইউপি চেয়ারম্যান এহসান চৌধুরী, সিএ মোশাররফ হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জানা যায়, গত ১৫ এপ্রিল নেহার দাস স্ব পরিবারে ঢাকার মিরপুর থেকে তার গ্রামের বাড়ি কল্যানি গ্রামে আসে। হোম কোয়ারেন্টাইন না মেনে পরিবারের লোকজন যত্রতত্র যাতায়ত করছিল। গ্রামের লোকজন, করোনা মোকাবেলায় গঠিত ইউনিয়ন কমিটি ও স্থানীয় প্রশাসনের নির্দেশনা আমলে না নেওয়ায় পরিবারটিকে জরিমানা করা হয়েছে।