দিরাই প্রতিনিধি ঃ
সুনামগঞ্জের দিরাইয়ে চলমান করোমা সংকটের কারণে ঘরে থাকা কর্মহীন আসহায় পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। স্বদেশ-বিদেশ ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি পেয়াজ, ১ লিটার ভোজ্য তেল, ২কেজি আলু, ১ কেজি চিনি, ১ কেজি ময়দা, ১ কেজি লবন, ১ কেজি ডাল ও ১ টি করে সাবান বিতরণ করা হয়। বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কাজের উদ্বোধন করেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সফি উল্লা। এসময় উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোশাহিদ আহমেদ, ফ্রেন্ডস ক্লাবের সমন্বয়কারী আবু হানিফ চৌধুরী, ফয়সল তালুকদার, কিবরিয়া সরদার, হেলু মিয়া প্রমুখ।