তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এ পর্যন্ত ২২ জনের করোনা টেস্ট করা হয়েছে। আজো আরো ৬ থেকে ৮ জনের পরীক্ষার জন্য নমুনা পাঠানো হবে। তবে পরীক্ষায় এ পর্যন্ত সবার ফলাফলই করোনা নেগেটিভ হয়েছে।
তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে তাহিরপুর উপজেলায় বেশ কিছু ব্যক্তি ও পরিবার নিজ বাড়ি তাহিরপুরে ফিরেছেন। করোনা পরীক্ষায় নেগেটিভ ফলাফল আমাদের কে স্বস্থি দিচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) মো. ইকবাল হোসেন বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, সবাই সচেতন হই। এই নেগেটিভ ধরে রাখি।