স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার চিলাইড়া হলদিপুর ইউনিয়নের পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ আব্দুল মুহিত ও সহকারি শিক্ষক অধীর রঞ্জন দাসের উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা স্বেচ্ছাশ্রমে হাওরের ধান কেটে দিয়েছেন। শুক্রবার সকালে শিক্ষক শিক্ষার্থীরা স্বপ্রণোদিত হয়ে নলুয়ার হাওরের এক কৃষকের ধান কাটতে নামেন। সকাল থেকে জুমআর নামাজের পূর্ব পর্যন্ত তারা গোয়াসপুরের কৃষক কামাল মিয়ার প্রায় ৫০ শতাংশ জমির ধান কেটে দেন। এ সময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক সাহিন মিয়া,আব্দাল মিয়া, বাবুল মিয়াসহ স্কুলের ১৫-২০ জন ছাত্র।
প্রধান শিক্ষক এম এ আব্দুল মুহিত বলেন, করোনা ভাইরাস সংক্রমণের কারণে আমাদের বিদ্যালয় এখন বন্ধ। আমরা অনেকেই বেকার বসে আছি। এখন একদিকে মহামারি করোনা ও আরেক দিকে পাহাড়ি ঢলের আগ্রাসনের মুখে পড়েছে হাওরের পাকা বোরো ফসল। শ্রমিক সংকটের কারণে কৃষক পাকা ফসল ঘরে তুলতে পারছেন না। এই অবস্থায় আমার স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে আজ কৃষকের ধান কেটে দিলাম। আমাদের সকল শিক্ষার্থীকেও কৃষকের পাশে দাড়াতে বলেছি।