স্টাফ রিপোর্টার::
জালালাবাদ এসোসিয়েশন টরন্টো কানাডার সেক্রেটারি সুদীপ সোম রিংকুকে সিলেট ওসমানী বিমানবন্ধরে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন সিলেটের রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। রবিবার দুপুরে তিনি কানাডা থেকে ফ্লাইটে সিলেট বিমান বন্দরে অবতরণ করলে ভিআইপি লাউঞ্জে তাকে অভ্যর্থনা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, বিশ্বনাথ-বালাগঞ্জ আসনের জাতীয় পার্টির সাংসদ এহিয়া চৌধুরী, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট ব্যবসায়ী সজীব রঞ্জন দাশ, সিলেট সেন্ট্রাল ফার্মেসির স্বত্ত্বাধিকারী দেবাশীষ দেব বাসু, মোহনলালের স্বত্তাধিকারী বিশ্বজিৎ গোপ, বিশিষ্ট ব্যবসায়ী অমিত চৌধুরী, সৈয়দ মাসুম প্রমুখ।
উল্লেখ্য সুদীপ সোম রিংকু টরন্টো আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি কমিউনিটি লীডার হিসেবে কানাডায় বিশেষ পরিচিত।