স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-দিরাই সড়কের ঘাগলি এলাকায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় লাকী রানি দাস (১৩) নামে ৬ষ্ট শ্রেণি পড়–য়া এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত লাকী ঘাগলী নারায়নপুর নি¤œমাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। সে পাশ্ববর্তী নারায়নপুর গ্রামের যতীন্দ্র দাসের মেয়ে। ঘটনার পরপরই ট্রাক ফেলে পালিয়ে যায় চালক ও তার সহযোগী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লাকি রানী দাস বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বিদ্যালয়ে যাচ্ছিল। পথে ঘাগলি গ্রামের কাছে একটি পণ্যবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এসময় সে ছিটকে সড়কের উপর পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এসময় উত্তেজিত স্থানীয় লোকজন প্রায় আধা ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। ফলে সুনামগঞ্জ দিরাই সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেছে।