বিশেষ প্রতিনিধি::
জামালগঞ্জের হালির হাওরের প্রান্তিক এক কৃষকের ৬০ শতাংশ জমির ধান কেটে দিয়েছে জামালগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপুর নেতৃত্বে উপজেলার প্রায় শতাধিক নেতাকর্মী হালির হাওরে স্বেচ্ছায় ধান কাটতে নামেন। তারা সকাল থেকে বেলা ৩ টা পর্যন্ত এক কৃষকের ৬০ শতাংশ জমির ধান কেটে দেন।
এসময় উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনফর আলী টুকু, সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, সহ সভাপতি বিধান রায়, নজরুল ইসলাম, ওয়ালি উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, হেলাল আহমদ জয়, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ, সোহেল মিয়া, প্রচার সম্পাদক জহিরুল আলম সাদ্দাম, দফতর সম্পাদক মিঠুন চন্দ্র পাল মিল্টন, কৃষি বিষয়ক সম্পাদক মো. আফাজ উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক দীপঙ্কর রায় প্রমুখ।
নেতৃবৃন্দ হালির হাওরের কৃষক রহমত আলীর ৬০ শতাংশ জমির ধান কেটে দিয়ে আসেন। কৃষক রহমত আলী বলেন, আমি খুব খুশি। আমার এই জমির ধান কাটাতে ৪-৫ হাজার টাকা খরচ হতো। স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা স্বেচ্ছায় ধান কেটে দিয়েছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।