স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে ৬১ ভাগ বোরো ধান কাটা শেষ। বুধবার পর্যন্ত জেলায় গড়ে এই পরিমাণ ধান কাটা শেষ হয়েছে। এই সপ্তাহেই হাওরের ধানকাটা শেষ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আবহাওয়া অনুকুলে থাকায় এখন আর ফসল নিয়েও কোন ঝূকি নেই বলে জানান তারা।
সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সফর উদ্দিন বলেন, বুধবার বিকাল পর্যন্ত সুনামগঞ্জের হাওরে ৭৫ ভাগ ধান কাটা হয়েছে। হাওরের বাইরে আরো ৩০ বাগ ধান কাটা হয়েছে। হাওর ও হাওরের বাইরের এলাকা মিলিয়ে গড়ে ৬১ ভাগ ধান কাটা শেষ। আগামী সপ্তাহেই ধান কাটা শেষ হবে। আবহাওয়া অনুকুলে থাকায় এবং শ্রমিক সংকট কেটে যাওয়ায় কৃষকরা সম্পূর্ণ ফসলই গোলায় তুলতে পারবেন বলে জানান তিনি।