ছাতক প্রতিনিধি::
মহামারী করোনা প্রতিরোধে সুনামগঞ্জ জেলাকে লক ডাউন ঘোষণা করায় ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামালের নেতৃত্বে ও এসআই হাবিবুর রহমান পিপিএম, এসআই দেলোয়ার হোসেন, ট্রাফিক পুলিশসহ সুনামগঞ্জ জেলার প্রবেশপথ ছাতক থানাধীন গোবিন্দগঞ্জ এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও ড্রাইভারসহ পথচারীদের করোনা প্রতিরোধে তাপমাত্রা পরীক্ষা করা হয়েছে। একই সাথে বাহিরের জেলার লোকজন সুনামগঞ্জ জেলায় প্রবেশ বন্ধ করার লক্ষে যানবাহন তল্লাশি করা হয়।
এ ব্যাপারে থানার এসআই হাবিবুর রহমান পিপিএম বলেন, করোনা মোকাবেলায় ছাতক থানা পুলিশের উদ্যোগে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে চালকসহ পথচারীদের তাপমাত্রা পরীক্ষা করা হয়েছে। একইসাথে বাহিরের জেলার লোকজন যাতে প্রবেশ না করতে পারে সেজন্য যানবাহন তল্লাশি করা হয়।
থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল মহোদয়ের তত্বাবধানে ছাতক থানা পুলিশ মহামারী করোনা প্রতিরোধে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার লক্ষ্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে।