স্টাফ রিপোর্টার::
প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়িয়েছে। সেদিক থেকে পিছিয়ে নেই ধরমপাশা ‘এসএসসি ব্যাচ ২০০০ পরিবার’
ধরমপাশা এসএসসি ব্যাচ ২০০০ পরিবার ত্রান সহায়তার গল্পটা একটু ভিন্ন। এরা সবাই ছড়িয়ে আছে দেশ বিদেশের বিভিন্ন জায়গায়। অনেকের সাথে দেখাও হয়না প্রায় বিশ বছর যাবৎ। ম্যাসেঞ্জারে সবাই এক হয়েছে। একে অন্যের খোঁজ খবর নেয়ার পর সবাই একমত হয়েছেন তারা কিছু একটা করবে। “মানুষ মানুষের জন্য” এ কথাটি আবারো প্রমাণ করলেন ধরমপাশা এসএসসি ব্যাচ ২০০০ পরিবার। তারাএলাকার দুস্থ্য ও অসহায় পরিবারের হাতে তুলে দিয়েছেন খাদ্য সহায়তা। স্বল্প আকারে হলেও বেশ কয়েকটা দিন এ সহায়তায় কাটাতে পারবেন বলে জানিয়েছেন গ্রহনকারীরা।
গতকাল (৩০ এপ্রিল) বিকেলে কলেজ রোড নাহিয়ান বিদ্যা নিকেতনে ধরমপাশার কর্মহীন হতদরিদ্র ও নিম্ন শ্রেনীর খেটে খাওয়া ৬৫ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন ধরমপাশা এসএসসি ব্যাচ ২০০০ এর পরিবারের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন ধরমপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, সিনিয়র সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, মোহাম্মদ নাজমুল হাসান, সহকারী শিক্ষক শামীম আহমেদ। পরে সদস্যরা ৬৫ টি পরিবারের বাড়িতে গিয়ে ত্রাণ সামগ্রী বিতরন করেন।
ত্রান সামগ্রীর মধ্যে ছিলো দশ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি পিয়াজ, এক লিটার তেল, এক কেজি লবণ, এক কেজি চিনি, হাফ কেজি ছোলা, হাফ কেজি খেজুর, দুইটি সাবান, সর্দি-জ্বরের ঔষধ।