জগন্নাথপুর প্রতিনিধি::
জগন্নাথপুর উপজেলা ও পৌরবাসীর উদ্যোগে সুনামগঞ্জ জেলা পরিষদ নব-নির্বাচিত চেয়ারম্যন আলহাজ নুরুল হুদা মুকুটকে বিশাল গণ সংবধনায় প্রদান করা হয়েছে। সোমবার জগন্নাথপুর উপজেলা সদরের আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ আব্দুল মনাফের সভাপত্বিতে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র’ ও ছালিক আহমদ ডনের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমান। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলহাজ নুরুল হুদা মুকুট। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব আইয়ুব বখত জগলুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক যুগ্ন সম্পাদক আজিজুস সামাদ আজাদ ডন, জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম শামীম , দক্ষিন সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম, জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য সৈয়দ সাব্বির আহমদ প্রমুখ।
সভায় প্রধান অতিথি মতিউর রহমান বলেন, আওয়ামী লীগ সরকারের নানামূখী উন্নয়নমুলক কর্মকান্ডে বিশ্ব জুড়ে আজ প্রশংসিত হচ্ছে। সরকারের ধারাবাহিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
সংবর্ধিত অতিথি নুরুল হুদা মুকুট বলেন, আব্দুস সামাদ আজাদ আমার রাজনৈতিক গুরু। নেতার হাত ধরেই আমি রাজনীতিতে এসেছিলাম। আমার নেতার অনুসারীরাই আমাকে এই নির্বাচনে বিজয়ী করেছেন। সকল বাধা বিপত্তি অতিক্রম করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে নিয়ে তিনি কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।
সভায় প্রধান বক্তা সুনামগঞ্জ পৌরসভার মেয়র আইয়ুব বখত জগলু বলেন, যারা আব্দুস সামাজ আজাদের পাশে থেকে সম্পদের পাহাড় গড়ে তুলেছিলেন, তারা এখন সামাদ আজাদ কে ভুলে গেছেন। তিনি সুনামগঞ্জের উন্নয়নকে এগিয়ে নিতে দলীয় কাদাঁছুড়াছুড়ি পরিহার করে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুুতি নেয়ার জন্য মাঠে কাজ করার আহবান জানান।
কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক যুগ্ন সম্পাদক আজিজুস সামাদ ডন বলেন, আওয়ামীলীগ একটি সু-শৃংখল দল। এখানে কোন বিশৃংখলার সুযোগ নেই। সামাদ আজাদের হাতে গড়া সুনামগঞ্জের আওয়ামী লীগের ঐতিহ্য রয়েছে। কিন্তুু আজ দেখা যাচ্ছে সুশিল আওয়ামী লীগ বাম আওয়ামীলীগ, ডান আওয়ামী লীগ তাহলে আমরা কোন আওয়ামী লীগ এমন প্রশ্ন রাখেন তিনি।