স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার খেজাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাম্পাস থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টায় হাসান উদ্দিন ভুট্টো (৫০) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেছে। লাশের মাথায় একাধিক কোপ ছিল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে উপজেলার পলাশ ইউনিয়নের খেজাউড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে হাসান আলী ভুট্টোর সঙ্গে প্রতিবেশিদের জমি নিয়ে বিরোধ চলছে। সংশ্লিষ্টদের ধারনা এর জের ধরে সোমবার রাতে তাকে হত্যা করা হয়েছে। মাথায় কোপ দিয়ে হত্যার পর লাশ গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফেলে রাখা হয়েছে। সকালে এলাকাবাসী বিদ্যালয় ক্যাম্পাসে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় একই গ্রামের মারফত আলী নামের এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে।
বিশ্বম্ভরপুর থানার ওসি মোল্লা মনির হোসেন বলেন, সকালে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের মাথায় কোপের চিহ্ন আছে। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।