1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন

এমপি রতনের বিরুদ্ধে ফেইসবুকে পোস্ট দেওয়ার অভিযোগ: সাংবাদিক মাহতাব গ্রেপ্তার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ মে, ২০২০, ৪.৩২ পিএম
  • ২১২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
তাহিরপুর, ধর্মপাশা, জামালগঞ্জ ও মধ্যনগর নিয়ে গঠিত সুনামগঞ্জ-১ আসনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সুনামগঞ্জে এক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। মাহতাব উদ্দিন তালুকদার (৫০) নামের ওই সাংবাদিক এসএ টিভির জেলা প্রতিনিধি ও সুনামগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার সম্পাদক।
সোমবার রাত দুইটার দিকে সুনামগঞ্জ পৌর শহরের বলাকা এলাকার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার ধর্মপাশা উপজেলায় তার নামে গতকাল রাতেই তত্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করেন আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের ঘনিষ্টজন বেনুয়ার হোসেন খান পাঠান।
পুলিশ জানায়,
সোমবার রাতে জেলার ধর্মপাশা থানায় মাহতাব উদ্দিন তালুকাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ফেইসবুকে সাংসদের বিরুদ্ধ অসত্য ও মনগড়া স্টেটাস দেওয়ায়র অভিযোগে বেনোয়ার খান পাঠান মামলা দায়ের করেন সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেনোয়ার খান পাঠান। মামলা দায়েরের পরই ধর্মপাশা থানা পুলিশ সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুনামগঞ্জ সদর থানা পুলিশকে অবগত করে। রাত ২টায় পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, মামলার বাদী এজাহারে অভিযোগ করেছেন মাহতাব উদ্দিন তালুকদার সাংসদকে নিয়ে ফেসবুকে মিথ্যাচার করায় তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের হয়েছে। মামলা দায়েরের পর বিষয়টি তাঁরা সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশকে জানান। পরে সদর থানা আসামি গ্রেপ্তার করে।
সদর থানার ওসি মো. সহিদুর রহমান সাংবাদিক মাহতাব উদ্দিন তালুকদারের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!