জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ও পাটলী ইউনিয়নের ৪০০ পরিবারকে নগদ সহায়তাসহ খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। মঙ্গলবার দিনভর তিনি স্থানীয় নেতাকর্মীদের নিয়ে করোনা সংক্রমণে অসহায় হয়ে পড়া মানুষদের এ সহায়তা দেন।
সৈয়দপুর ইউপিতে ৪০০ পরিবারকে নগদ সহায়তা ও পাটলী ইউনিয়নের অসহায় পরিবারকে ডাল, চাল, তেল, আলু ও পিয়াজসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
৫ মে মঙ্গলবার বিকালে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রকোপে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহার পাড়া ইউনিয়নের ঘরবন্দী দিনমজুর অসহায় চারশত পরিবারের মাঝে সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসানের পরিবারের উদ্যোগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন নগদ অর্থ ও পাটলী ইউনিয়নে উপহার সামগ্রী বিতরণ করেন।
এসময় ব্যারিস্টার ইমন বলেন, বর্তমান দেশের ক্রান্তিলগ্নে প্রতিটি এলাকার বিত্তবানরা যদি এভাবে এগিয়ে আসেন তাহলে গ্রামে কেউ অনাহারে থাকবে না। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী আমি আওয়ামী লীগের কর্মী হিসাবে দায়িত্ব পালন করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। করোনা দুর্যোগ মোকাবেলায় দলবেধ নির্বিশেষে সবাইকে একসাথে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। আল্লাহর অশেষ রহমতের এই রমযান মাসে আমরা নামাজ আদায় করে দোয়া করি এবং সরকারের স্বাস্থ্যবিধি মেনে চললেই এই প্রাণঘাতী ভাইরাস প্রতিরোধ করা সম্ভব।
এসময় উপস্থিত ছিলেন, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী লাল মিয়া, আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনোয়ার আলী, আওয়ামী লীগর সাবেক সাংগঠনিক সম্পাদক রাজা জিম্মাদার, ব্রাহ্মণগাঁও গ্রামের প্রবীন মুরুবী প্রবাসী আচদ্দর আলী, অনুচন্দ গ্রামের প্রবীন মুরুবী ফজলু মিয়া, সৈয়পুর গ্রামের সাবেক কৃতি ফুটবলার প্রবাসী সৈয়দ মাকু মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুবেদ খান, আবুতাহের রুহান, এডভোকেট জুয়েল তালুকদার, উপজেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক, উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আনোয়ার আলী, উপজেলা যুবলীগের সহ সম্পাদক ফারুক কামালী,
যুবলীগ নেতা গুলাফ মিয়া, সৈয়দ সাইদুল হক, ইউনিয়ন যুবলীগের সদস্য সৈয়দ মিজান, সৈয়দ গুজার, মামুন মিয়া, সুয়েব আহমদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা মাসুম হোসাইন, উপজেলা ছাত্রলীগ সহ সভাপতি শেখ শিব্বীর, উপজেলা ছাত্রলীগের যুগ্নসাধারন সম্পাদক দিদার আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা মাসুম হোসাইন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক জুনেদ জিম্মাদার।
পাটলী ইউনিয়নে উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, চেয়ারম্যান সিরাজুল হক, প্যানেল চেয়ারম্যান ওয়াহিদুর রেজা, ৫নং ওয়ার্ড মেম্বার জসিম উদ্দিন ফারুক, ৮নং ওয়ার্ড মেম্বার আবু সাকের, উপজেলা যুবলীগ নেতা ইমদাদুল হক বাবুল, নোমান শাহ কেনান, ফারুক মিয়া, জেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সদস্য ইমাদ উদ্দিন আকাশ, ইউনিয়ন যুবলীগনেতা আহার মিয়া, ছাত্রলীগ নেতা ইমন মিয়া প্রমূখ।