স্টাফ রিপোর্টার::
কৃষকের কাছ থেকে সরকারি ন্যায্যমূল্যে বোরো ধান কেনার লক্ষ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় লটারির মাধ্যমে প্রকৃত কৃষকদের নির্বাচিত করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমাসং সংশ্লিষ্টরা প্রকাশ্যে লটারির আয়োজন করেন। আগামী সপ্তাহ থেকে ন্যায্যমূল্যে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে বলে জানানো হয়েছে। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে লটারির মাধ্যমে উপজেলার প্রান্তিক, মাঝারি ও বড় কৃষক নির্বাচিত করা হয়েছে। সুনামগঞ্জ সদর উপজেলায় সরকারি গুদামে ধান দিতে ৫ হাজার ৮৫ জন কৃষক আবেদন করেছেন। তাদের তালিকা থেকেই লটারি করা হয়েছে। নির্বাচিত কৃষকরা ১ হাজার ৪০ টাকা মন দরে গুদামে ধান দিতে পারবেন।
জানা গেছে সদর উপজেলায় ন্যায্য মূল্যে কৃষকদের কাছ থেকে ১ হাজার ৯৯০ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। তিন ক্যাটাগরির কৃষকদের কাছ থেকে এই ধান সংগ্রহ করা হবে। তবে উপজেলা কমিটি চাইলে কৃষক পর্যায়ে বরাদ্দ কমবেশি করতে পারবেন।
লটারি পরিচালনাকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) আরিফ আদনান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল আলম সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা সালাউদ্দিন টিপু প্রমুখ।
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল বলেন, স্বচ্ছতা আনতে প্রকাশ্যে আবেনকারী কৃষকের নামের লটারি করা হয়েছে। লটারির মাধ্যমেই আমরা প্রকৃত কৃষক নির্বাচিত করেছি। আশা করি প্রকৃত কৃষকরা সরকারকে ন্যায্যদামে ধান দিতে সক্ষম হবেন।