সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সাচনা বাজার ইউনিয়নে জনপ্রতিনিধি ও জনগণকে নিয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সাচনা বাজার ইউনিয়ন পরিষদ হল রুমে এ সভা অনুষ্টিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট’র আয়োজনে ও গেইন সংস্থার সহযোগীতায় ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেল ও আয়োডিন যুক্ত লবণ ব্যবহারের জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সভায় সভাপতিত্ব করেন সাচনা বাজার ইউপি প্যানেল চেয়ারম্যান মো. আতাউর রহমান। সঞ্চালনায় ইউনিয়ন সমন্বয়কারী শেলী রায়’র সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মো. মানিক মিয়া, ছমির মিয়া, সদস্যা রাবেয়া খাতুন, হুসনা আক্তার, ইউপি সচিব প্রদীপ কুমার রায়, গন্যমান্য ব্যক্তি আব্দুল গফ্ফার, মো. ইব্রাহিম, গৃহীনী হালিমা আক্তার, ফাহিমা আক্তার, চায়না আক্তার, ইউসি সাইফ উল্লাহ প্রমূখ। সাইফ উল্লাহ বলেন, দি হাঙ্গার প্রজেক্ট ও গেইন সংস্থার উদ্যোগে জামালগঞ্জ উপজেলায় ৪টি ইউনিয়নে ৩৬টি ওয়ার্ডে ১৪৪টি উঠান বৈঠক, ৭২ টি র্যালী ও আলোচনা সভা এবং ৪টি জনপ্রতিনিধি ও জনগণকে নিয়ে সভা অনুষ্টিত হয়েছে।