তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুরে বৌলাই নদীর পানিতে ডুবে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলা সদরের ঠাকুরহাটি গ্রামের মোফাজ্জল হোসেনের মেয়ে দিপা আক্তার। দিপা আক্তার তাহিরপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।
নিহতের স্বজন ঠাকুরহাটি গ্রামের বাসিন্দা সায়েম তালুকদার জানান, সোমবার দুপুর ২টায় পরিবারের অজান্তে খেলার ছলে ঘরের বাইরে যায় দীপা। পরে অনেক খোঁজাখুঁজির পর বিকাল ৩টায় তাকে বাড়ীর উত্তর পাশে বৌলাই নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সোমবার বাদ আছর তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।