স্টাফ রিপোর্টার::
চলতি বোরো সুনামগঞ্জ থেকে আরো ৬ হাজার ৭৯৮ মন ধান কিনবে সরকার। সিলেট বিভাগ থেকে মৌসুমে লক্ষ্যমাত্রার অতিরিক্ত আরও দুই লাখ টন ধান কিনবে সরকার। আরও ১৫ হাজার ৬০৮ টন ধান কিনবে ১০৪০ টাকা মন দরে। রবিবার এই অতিরিক্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ করে খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়েছে। এতে সুনামগঞ্জের অতিরিক্ত বরাদ্দ সম্পর্কেও বলা হয়েছে।
উপজেলা ভিত্তিক নতুন বরাদ্দ হিসেবে সুনামগঞ্জ সদর উপজেলা থেকে ৬৬৩ মে. টন, দোয়ারাবাজার উপজেলা থেকে ৫২৫ টন, ছাতক উপজেলা থেকে ৬০১ মে. টন, জগন্নাথপুর উপজেলা থেকে ৮৬৯ মে. টন, দিরাই উপজেলা থেকে ১২২৭ মে. টন, ধর্মপাশা উপজেলা থেকে ১২৭৮ টন, জামালগঞ্জ উপজেলা থেকে ৯৪৩ টন, তাহিরপুর উপজেলা থেকে আরও অতিরিক্ত ৬৯২ মে. টন ধান কিনবে সরকার। তবে জেলার শাল্লা, দক্ষিণ সুনামগঞ্জ ও বিশ্বম্ভরপুর উপজেলা থেকে নতুন করে আর ধান কেনা হবে না। আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান-চাল সংগ্রহ অভিযান শেষ হবে।
এর আগে সুনামগঞ্জ জেলা থেকে ২৫ হাজার ৮৬৬ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।