হাওর ডেস্ক ::
আগামী ১৮ মে থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) করোনাভাইরাসের (কভিড-১৯) নমুনা পরীক্ষা শুরু হতে যাচ্ছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত সোমবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের এই ল্যাবটি চালু হওয়ার কথা থাকলেও, টেকনিক্যাল ও মেশিনারিজ স্থাপনের কারণে সেটা সম্ভব হয়নি। তবে এর মধ্যে পিসিআর মেশিনটি পৌঁছে গেছে এবং সেটি বসানোর কাজ চলছে। আর বায়োসেফটি কেবিনেটটি আগামী পরশু পৌঁছে যাওয়ার কথা রয়েছে। বায়োসেফটি কেবিনেট ছাড়া কাজ করা ঝুকিঁপূর্ণ। তাই আমরা আশা করছি আগামী ১৮ মে থেকে পরীক্ষা শুরু করা সম্ভব হবে। তিনি আরো বলেন, প্রথম এক-দুই দিন ৯৪টি নমুনা পরীক্ষা করা হবে, পরবর্তীতে প্রতিদিন ২০০টির মত নমুনা পরীক্ষা করা সম্ভব।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, একটা ল্যাবে কাজ শুরু করতে অনেক প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। তাই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) করোনাভাইরাসের (কভিড-১৯) পরীক্ষা শুরু হতে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে আগামী ১৮ তারিখ থেকে শাবিপ্রবিতে করোনা পরীক্ষা শুরু হবে বলে আশা করছি।
জানা যায়, এখন সিলেট বিভাগের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা করা হচ্ছে। তবে এতে পরীক্ষার ফল পেতে অনেকটা সময় পার হয়ে যায়। তাই নমুনাজট কমাতে কিছুদিন পরপর ঢাকায় নমুনা পাঠানো হয়। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ল্যাব চালু হলে এ সংকট কাটিয়ে ওঠা সম্ভব বলে আশা করা হচ্ছে।