তাহিরপুর প্রতিনিধি::
করোনা ভাইরাস প্রাদুর্ভাব ও সঙ্কটকালীন পরিস্থিতিতে জনপ্রশাসন, পুলিশ ও ডাক্তারদেও পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন সাংবাদিকরাও। সারাদেশের ন্যয় হাওর বেষ্টিত ভাটির জনপদ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কর্মরত সাংবাদিকরাও এর ব্যতিক্রম নয়। তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে উপজেলায় কর্মরত সাংবাদিকদেও সুরক্ষা পোশাক (পিপিই) দিলেন তাহিরপুর উপজেলার ইউএনও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পিপিই গ্রহন করেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি বাবরুল হাসান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রাজ্জাক, অর্থ সম্পাদক সাজ্জাদ হোসেন শাহ্, সদস্য আবির হাসান-মানিক প্রমুখ।