1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ১০:৪২ অপরাহ্ন

জগন্নাথপুরে করোনা আক্রান্ত ৩ জন যুবক সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০, ৫.১৮ পিএম
  • ২৩৯ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি ::
করোনা শনাক্ত সুনামগঞ্জের জগন্নাথপুরে একজন স্বাস্হ্য কর্মীসহ তিন যুবক সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন। আজ ১৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে দুইজন কে ছাড়পত্র দেয়া হয়েছে। অপর দিকে সিলেটের শহীদ সামছুউদ্দিন আহমদ হাসপাতাল থেকে ছাড়পত্র পান জগন্নাথপুরের প্রথম আক্রান্ত রোগীও।
এদের মধ্যে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের আইসোলেশনে থাকা করোনা আক্রান্ত এক স্বাস্থী কর্মী ১৫ দিন চিকিৎসা শেষে আজ হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ফুলেন শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র প্রদান করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম এবং উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুদন ধরসহ স্তাস্থ্য কেন্দ্রের অন্যান্য চিকিৎসকসহ প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এছাড়া আজ উপজেলার চিলাউড়া হলদিপুর দাসনাগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়র একটি কক্ষে থাকা করোনা আক্রান্ত যুবক ১৮ দিন পর ছাড়া পেয়েছেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুদন জানান, নমুনা সংগ্রহের পর জগন্নাথপুরে ৬ জন করোনা পজেটিভ শনাক্ত হন। এরমধ্যে ৩ জন সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন। অপর আক্রান্ত ৩ জন নিজ নিজ বাড়িতে চিকিত্সাধীন রয়েছেন। শনাক্ত ৬ জনের মধ্যে ৫জনই ঢাকা, নারায়াণগঞ্জসহ দেশের অন্য স্থান থেকে এলাকায় ফিরেছিলেন। করোনা লক্ষণ সন্দেহে এখন পর্যন্ত একশত ৫৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে তিনি জানান।
প্রসঙ্গত, গত ২৪ এপ্রিলে জগন্নাথপুর উপজেলার উত্তর নাদামপুর গ্রামে নারাণগঞ্জ ফেরত এক তরুণের প্রথম করোনা পজেটিভ শনাক্ত হয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!