ছাতক প্রতিনিধিঃ
ছাতকে সরকার কর্তৃক নগদ অর্থ প্রদান কর্মসূচিতে ঘটেছে স্বজনপ্রীতি। উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডে একই পরিবারের ৪জনের নাম তালিকাভুক্ত হয়েছে। ওই অভিযোগ ওঠেছে স্থানীয় মেম্বার সাজিল হোসেন বাবুলের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, করোনা সংকট মুহুর্তে নগদ অর্থ সহায়তা তালিকায় ৫১২নং ক্রমিকে হাছিন মিয়া ও ৫১৬নং ক্রমিকে হাছিন মিয়ার স্ত্রী শাহিদা বেগমের নাম রয়েছে। আবার ৪৮৭নং ক্রমিকে হাছিন মিয়ার বাবা বাদশা মিয়া ও ৫০৩নং ক্রমিকে হাছিন মিয়ার ভাই ফারুক মিয়ার নামও তালিকাভুক্ত করা হয়। এদিকে ৫০২নং ক্রমিকে উকিল আলী ও ৫০৪নং ক্রমিকে রাশেদা বেগম। তারা ইউপি সদস্য সাজিল হোসেন বাবুলের আপন ভাই ও বোন। এ ব্যাপারে ইউপি সদস্য সাজিল হোসেন বাবুল বলেন, একই পরিবারের হলেও তারা সকলেই নিম্ন মধ্যবিত্ত। তাদের ত্রাণ পাওয়ার অধিকার রয়েছে। তাই উপযুক্ত মনে করে তাদের নাম তালিকাভুক্ত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কবির জানান, এ ব্যাপারে তিনি অভিযোগ শুনেছেন। ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখার জন্য বলা হয়েছে।