দিরাই প্রতিনিধি::
করোনা পরিস্থিতিতে সরকারের নগদ ২ হাজার ৫০০ টাকা সহায়তা খসড়া তালিকায় সুনামগঞ্জের দিরাইয়ের এক ইউপি সদস্যের স্বামী, পুত্র, মা, ভাই, ভাইয়ের স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে অর্ন্তভুক্তি করা হয়েছে।
গুণধর ওই ইউপি সদস্য হলেন উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য ডলি বেগম।
খসড়া তালিকায় স্থান পাওয়া ওই ৬ জন হলেন, ইউপি সদস্যের স্বামী মীর জাহান, পুত্র টিপু সুলতান, মাতা জয়বান বিবি, ভাই ফখরুল ইসলাম, ভাইয়ের বউ (ফখরুল ইসলামের স্ত্রী) লুৎফা বেগম ও আরেক ভাইয়ের স্ত্রী মনোয়ারা বেগম।
পরিবারের ৬ জনের অন্তর্ভুক্তির বিষয় স্বীকার করে ইউপি সদস্য ডলি বেগম বলেন, এরা কখনোই কিছু পায়নি, তাই এবারের তালিকায় তাদের নাম দিয়েছি। ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান তালুকদার বলপেন, বলেন, করোনা সহায়তার তালিকায় ইউনিয়নে ৯৪০ জনের নাম তালিকাভুক্ত করা হয়েছে। কম সময়ে তালিকার কাজ শেষ করতে হয়েছে বিধায় ঠিকভাবে যাচাই-বাছাই করা সম্ভব হয়নি। তাই এই অনিয়মটি আমার দৃষ্টি এড়িয়ে গেছে।
জেলা পরিষদ সদস্য মাসুদ চৌধুরী বলেন, সরকারের নানান জনবান্ধব কর্মসূচি এরকম কিছু লোভী ও দুর্নীতিবাজদের কারণে ভেস্তে যাচ্ছে। সাধারণ মানুষ এর সুফল পাচ্ছে না।
উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, অবশ্যই এবিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।