তাহিরপুর প্রতিনিধি::
করোনা প্রাদুর্ভাব ও সঙ্কটকালীন সময়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মঙ্গলবার সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে এলাকার অসহায়, দিনমজুর ও হতদরিদ্র ১১০পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার লাউড়েরগড় এলাকার ব্যবসায়ীদের সার্বিক সহযোগীতায় লোহাজুরী ছড়ারপাড়, ডালারপাড় গ্রামের কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রদের সংগঠন রেঁনেসা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপজেলার লাউড়েরগড় সীমান্তবর্তী প্রায় ১০টি গ্রামের ১১০টি পরিবারের মধ্যে প্রত্যেক পরিবারে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি মসুরডাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য মো. মস্তুফা মিয়া, ব্যবসায়ী জামাল মিয়া, বিল্লাল হোসেন, রইস মিয়া, ফরিদ মিয়া, বুরহান উদ্দিন ও আদর্শ উচ্চ বিদ্যালয় শিক্ষক একেএম জালাল উদ্দিন, রেঁনেসা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আল আমিন সিকদার, সাধারণ সম্পাদক সেলিম মিয়া, সদস্য সায়মন রাহুল, ফরজে এমরান, আজিজুল হক, উজ্জল মিয়া, ওয়াহিদ মিয়া, ইকবাল, জিন্নাহ, কাদির মিয়া, সাগর, জুয়েল, রিপন, সেলিম মাহমুদ, হালিম মিয়া প্রমুখ।