স্টাফ রিপোর্টার::
করোনা ভাইরাসে ঘরবন্দি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের হতদরিদ্র, অসহায়, দিনমজুর ও অসচ্ছল ১০০ টি পরিবারকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগদ এক লাখ টাকা দিয়েছেন সৌদিআরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সৌদিআরব জেদ্দা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সমির উদ্দিন।
সৌদিআরব প্রবাসী মো. সমির উদ্দিরেন ব্যাক্তিগত তহবিল থেকে মঙ্গলবার দুপুরে দোহালিয়া ইউনিয়নের রাজনপুর গ্রামের নিজ বাড়ীতে এই নগদ টাকা তাদেরকে দেন।
এসময় প্রতিজনকে নগদ এক হাজার টাকা করে ১০০ জনকে এক লাখ টাকা বিতরণ করা হয়।
এসময় নগদ টাকা বিতরণ করেন সৌদিআরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সৌদিআরব জেদ্দা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সমির উদ্দিনের বড় ভাই অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. রফিক উদ্দিন ও তার ছেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাদুর হোসেন রনি।
সৌদিআরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সৌদিআরব জেদ্দা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সমির উদ্দিন বলেন, করোনা ভাইরাসের কারণে অনেক মানুষ কাজকাম করতে পারছে না। ঘরে বন্দি হয়ে রয়েছে। ভালো করে দু’মুঠো খাবারও খেতে পারছে না। এ অবস্থায় আমি এর আগেও মানুষদেরকে সহযোগিতা করে আসছি। আসন্ন পবিত্র ঈদুল ফিতরে মানুষ দু’মুঠো খেয়ে ঈদ পালন করতে পারে সেজন্য তাদেরকে নগদ টাকা দিয়ে সহযোগিতা করেছি। যাদের ঘরে খাবার ছিল না তাদের ঘরে ত্রাণ পাঠিয়ে দিয়েছি। রমজানে ইফতার সামগ্রী পাঠিয়েছি। আমি আশা করবো যারা প্রবাসে আছে তারা সবাই যদি বাংলাদেশে ঘরবন্দি মানুষের পাশে দাড়ানোর আহবান জানান তিনি।