1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ১০:৪২ অপরাহ্ন

মহামারিতে ‘চরম দারিদ্র্যে’ পড়া মানুষের সংখ্যা জানাল বিশ্বব্যাংক

  • আপডেট টাইম :: বুধবার, ২০ মে, ২০২০, ১.৪৩ পিএম
  • ২১০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
করোনাভাইরাসের কারণে যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে তা বিশ্বের প্রায় ৬০ মিলিয়ন মানুষকে চরম দরিদ্রতার দিকে ঠেলে দেবে। এতে গত তিন বছরে বিভিন্ন দরিদ্র দেশে দারিদ্র্য দূরীকরণের যে উদ্যোগ নেওয়া হয়েছিল তা ব্যর্থতায় পর্যবসিত হবে। এছাড়াও এই অবস্থা কাটিয়ে উঠতে বর্তমানে যে প্রচেষ্টা নেওয়া হচ্ছে তা যথেষ্ট নয়।
গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস এ তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস।
বিশ্ব ব্যাংকের হিসাবে, প্রতিদিন কোনো মানুষের ১ দশমিক ৯০ ডলারের কম ব্যয় করাকে চরম দারিদ্রতা হিসেবে বিবেচনা করা হয়। এই হিসাবে প্রায় ৬০ মিলিয়ন মানুষ দারিদ্র্যে পতিত হবে। ২০২০ সালে বিশ্ব অর্থনৈতিতে ৫ শতাংশ ধস হবে বলে ধারণা করা হচ্ছে। তাই ক্ষতি কাটিয়ে উঠতে সঙ্কটকালীন ১৫ মাসের জন্য স্বল্প সুদে ঋণ এবং ১৬০ বিলিয়ন মার্কিন ডলার অনুদান দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
ডেভিড ম্যালপাস বলেন, ‘বিশ্বের কয়েক মিলিয়ন মানুষ তাদের জীবিকা নির্বাহের উপায় হারিয়েছে এবং বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবা খাতগুলো চাপের মধ্যে রয়েছে। এই অবস্থায় বিশ্বব্যাংক যে সহায়তা দিচ্ছে তা যথেষ্ট নয়।’
তিনি আরও বলেন, ‘আমাদের অনুমান যে ৬০ মিলিয়ন মানুষ চূড়ান্ত দারিদ্র্যের দিকে ঠেলে যাবে – যা গত তিন বছরে দারিদ্র্য বিমোচনে যে সমস্ত অগ্রগতি ঘটেছে তা বিনিষ্ট করে দেবে।’
ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, বিশ্বব্যাপী এখন পর্যন্ত এই মহামারিতে আক্রান্ত হয়েছে ৪৯ লাখ ৮৬ হাজারের বেশি মানুষ আর মৃত্যু হয়েছে ৩ লাখ ২৪ হাজার ৯১১ জনের।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!