স্টাফ রিপোর্টার::
করোনাকালীন সংকট নিরসনসহ ও ক্ষেতমজুরদের ১০ দফা দাবিতে ২০ মে বুধবার ১১টায় সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে ( আলফাত স্কয়ার) গ্রামীণ ক্ষেতমজুরদের অধিকার আদায়ের সংগঠন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, সুনামগঞ্জ জেলার উদ্যোগে স্বাস্থ্য বিধি মেনে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে। ক্ষেতমজুর সমিতির জেলা কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় সদস্য শাহজালাল সুমনের সভাপতিত্বে ও নিমাই সরকারের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক এডভোকেট এনাম আহমেদ,যুব ইউনিয়ন জেলা সভাপতি আবু তাহের,ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি দুর্যোদন দাস দুর্জয়, কলেজ সভাপতি নিমাই সরকার, ক্ষেতমজুর সমিতির বিশ্বম্ভপুর উপজেলার নেতা বশির আহমদ,সুমন চন্দ্র শীল, রফিকুল ইসলাম, সদর উপজেলার ক্ষেতমজুর নেতা লাইজু বেগম,কৃষক নেতা পান্ডব সরকার প্রমুখ। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে ও সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলায় স্মারকলিপি দেওয়া হয়।
দাবিসমুহ
১. ত্রাণ লুটপাটকারীদের শাস্তি দাও, স্বচ্ছতা নিশ্চিত কর।
২.দুই কোটি পরিবারকে নগদ অর্থ প্রদান কর
৩. হাওর অঞ্চলের গ্রামীণ ক্ষেতমজুরদের পল্লী রেশন দাও।
৪. হাওর অঞ্চলের বেকার ক্ষেত মজুরদের সারাবছর কাজের ব্যবস্থা কর
৫. গ্রামীন ক্ষেতমজুর প্রত্যেক পরিবারের বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত কর
৬.ভুমিহীন ক্ষেতমজুরদের খাস জমি বন্দোবস্ত দিয়ে বাসস্থান নির্মাণ করে দাও
৭. ত্রাণ চোরদের অবিলম্বে গ্রেফতার কর, শাস্তি দাও
৮. ক্ষেতমজুরদের ঘরে ঘরে স্বাস্থ্য উপকরণসহ খাদ্য সহায়তা পৌঁছে দাও
৯. ক্ষেত মজুরদের সকল প্রকার ঋণ মওকুফ করো।
১০. হাওরের ভাসান পানিতে ইজারা বাতিল পূর্বক ক্ষেতমজুরদের মাছ ধরার অধিকার নিশ্চিত কর।
এসব দাবিতে স্মারকলিপি দেন নেতৃবৃন্দ।