ছাতক প্রতিনিধিঃ
ছাতকে করোনা সংকটে কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর চতুর্থ ও পঞ্চম দফার খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে উত্তর খুরমা ও ভাতগাঁও ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে খাদ্যসহায়তার চাল ও আলু বিতরণ করা হয়। উত্তর খুরমা ইউনিয়নের ৯০০ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল ও ২ কেজি করে আলু বিতরণ করা হয়েছে। সকালে ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। দিনব্যাপী চাল-আলু বিতরণ কালে উপজেলা কৃষি কর্মকর্তা ও ট্যাগ অফিসার তৌফিক হোসেন খান, ইউপি সচিব বুরহান উদ্দিন ও সকল ইউপি সদস্য-সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে ভাতগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে খাদ্যসামগ্রী বিতরণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মাষ্টার আওলাদ হোসেন। ইউনিয়নের ৯শ’ জন তালিকাভুক্ত সুবিধাভোগীর মাঝে ১০ কেজি করে চাল ও ২কেজি করে আলু বিতরণ করা হয়েছে। এসময় উপজেলা পরিসংখ্যান কর্মকতা ও ট্যাগ অফিসার মাসুদ সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরিফ চৌধুরী, ইউপি সচিব দিলোয়ার হোসেন ও ইউনিয়ন পরিষদের সকল সদস্য-সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।