ছাতক প্রতিনিধিঃ
ছাতকে ঈদ উপহার বিতরণকালে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, দেশের যেকোন দুর্যোগময় সংকটে প্রধানমন্ত্রী জনগনের পাশে রয়েছেন। আমাদের সরকার বিগত সময়ে সেটি প্রমান করে দেখিয়ে দিয়েছেন। কাজেই এ দেশের জনগনের প্রধানমন্ত্রী শেখহাসিনার প্রতি আস্থা রয়েছে। সব ধরনের সরকারী সহযোগিতা দিয়ে সাধারন মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন তিনি। বিগতদিনে ভাঁটি অঞ্চলের বোরো ফসলহারা কৃষক পরিবারকে ১ বছর ধরে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দিয়েছে সরকার। বর্তমান বৈশ্বিক করোনা পরিস্থিতিতে দেশের সব ধরনের সরকারী ভাতা চালু রেখে সরকার কর্মহীন, অসহায় ও দরিদ্র শ্রেনীর মানুষকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে অসহায় মানুষের জন্য সংসদ সদস্য ও উপজেলা পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণকালে তিনি এসব কথা বলেছেন। উপজেলা পরিষদ চত্ত্বর থেকে ছাতক পৌরসভা, সদর ইউনিয়ন, ইসলামপুর, নোয়ারাই ও কালারুকা ইউনিয়নের অসহায় পরিবারদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এর আগে তিনি জাউয়া কলেজ মাঠে জাউয়া, চরমহল্লা, সিংচাপইড় ও ভাতগাঁও ইউনিয়নের এবং আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে দোলারবাজার, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও, ছৈলা-আফজলাবাদ, উত্তর খুরমা ও দক্ষিন খুরমা ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন। উপজেলার ১৩ ইউনিয়ন ও ১ পৌরসভার দু’সহশ্রাধিক পরিবারের মাঝে এসব ঈদ সামগ্রি বিতরণ করা হয়। ঈদ সামগ্রি বিতরণকালে উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারা উপজেলা চেয়ারম্যান ডা. আব্দুর রহিম, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ছাতক পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম, আওয়ামীলীগ নেতা চান মিয়া চৌধুরী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এম রশীদ আহমদসহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।