স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহীদ মিনার ডিসি অফিসের ভিতরে নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছেনা কাল। এ নিয়ে নাগরিক সমাজের প্রতিবাদ ও প্রতিরোধের মুখে শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিত মতবিনিময় করে রাতে আপাতত ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন না বলে জানিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট। তিনি অগামীকাল রবিবার বিকেল ৫টায় পৌরসভায় এ বিষয়ে জরুরি নাগরিক মতবিনিময় আহ্বান করেছেন।
উল্লেখ্য একটি সংরক্ষিত স্থানে শহীদ কেন্দ্রীয় শহীদ মিনার নামে শহীদ মিনার নির্মাণের প্রতিবাদে ক্ষুব্দ হয়ে উঠেছেন সুধীজন ও সংস্কৃতিকর্মীরা। তারা সংশ্লিষ্টদের এই স্থানের বদলে ডিএসরোডস্থ ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক শহীদ মিনার সংস্কার ও কলেবর বৃদ্ধির দাবি জানান। পাশাপাশি কোন জনবহুল কর্মসূচি, মিছিল, মিটিং, সমাবেশ পালনে আইনত বাধা আছে এমন স্থানে শহীদ মিনার নির্মাণ থেকে সড়ে আসার আহ্বান জানান।
জানা গেছে সুনামগঞ্জের সর্বসাধারণের আবেগ, শ্রদ্ধা ও সম্মান জড়িত এমন স্থানের বদলে সংরক্ষিত একটি স্থানে শহীদ মিনার নির্মাণ থেকে সড়ে আসার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান সুধীজন।
নূরুল হুদা মুকুটের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সংস্কৃতিকর্মী ও সুধীজন।