বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ট সন্তান। তাদের কল্যাণে সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। ভাতার পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা ও বসবাসের জন্য উন্নত ঘর তৈরিসহ নানাবিধ সুবিধা দিচ্ছে সরকার। সারাদেশের মুক্তিযোদ্ধারা সরকারি সেবা উপভোগ করতে পারছেন। আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধার আসনে বসিয়েছে। মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেন, ভয় পাওয়ার কিছু নেই। আপনারা মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বাচতে পারবেন এই ব্যবস্থা করছেন শেখ হাসিনা।
শুক্রবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার তার শান্তিগঞ্জস্থ হিজলবাড়ির আরফান আলী হল রোমে জেলা প্রশাসক কর্তৃক মুক্তিযোদ্ধাদের মুজিব কোট প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন। মন্ত্রী ৬৫জন মুক্তিযোদ্ধাকে মুজিববর্ষের উপহার হিসেবে প্রশাসনের পক্ষ থেকে মুজিব কোট, শহিদ ও প্রয়াত মুক্তিযোদ্ধার ৫২জন স্ত্রীকে লাল সবুজ আচ্ছাদিত চাদর প্রদান করেন। এছাড়াও সমাজসেবা অফিসের আয়োজনে ক্যান্সার, কিডনি ও লিভার সিরোসিস আক্রান্ত হতদরিদ্র ১১ জনকে ৫০ হাজার টাকা করে সরকারি সহায়তার চেক তুলে দেন তিনি।
চলমান করোনা পরিস্থিতিতে সরকারি নানা প্রণোদনা ও সহায়তা বিষয়ে মন্ত্রী বলেন, করোনা মহামারিতে সরকার সব মানুষের জন্য নানা প্রণোদনা দিয়েছে। অসহায় মানুষের ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। মোবাইলে ২৫০০ টাকা করে দেওয়া হচ্ছে। এছাড়াও আরো নানাভাবে জনগণকে সহযোগিতা করছে সরকার। তিনি বলেন, এই ভয়াবহ পরিস্থিতি থাকবেনা। আমরা এই পরিস্থিতি কাটিয়ে ওঠব। তবে আমাদেরকে এই মুহুর্তে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, সহকারি পুলিশ সুপার হায়াতুন নবী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, ওসি হারুনুর রশীদ চৌধুরী প্রমুখ।